ছদ্মনামে ঃ কবি শতদল
ওগো প্রেম
তুমি যুগে যুগে
খেলে চলেছো
তোমার সব
বিচিত্র গেম ৷
কাউকে হাঁসাও
কাউকে কাঁদাও
কাউ গাঁট বাঁধাও
কাউকে গাঁট ছাঁড়াও৷
মানুষের জন্য হাত বাড়াও
মানুষের প্রতি বিমুখ হয়ে
তোমার হাত সরাও ৷
ব্যারাকপুর, কোলকাতা, পঃবঃ, ভারত
৮ই ফেব্রুয়ারী, ২০১৮