ছদ্মনামেঃ কবি শতদল
কবি হাসি
কবিতা লেখে
রাশি রাশি ৷
শিশু থেকে বুড়ো
আমরা সবাই
তাঁর কবিতা
ভীষণ ভালোবাসি ৷
তাঁর কবিতা ছড়ায়
মধুকর মুগ্ধ হয়ে
নিদ্রা হারায় ৷
হাসির দুটি আঁখি
যেন রাত জাগা
দুটি পাখি
তাঁর নিশিভোর
গান শুনে
আমিও রাত জেগে
বসে থাকি ৷
ব্যারাকপুর, কোলকাতা, পঃবঃ, ভারত
২৫শে মে, ২০১৮