ছদ্মনামে ঃ  কবি  শতদল

ছোট্ট  সে  পাখির  ঠোঁটে
যতটুকু খড়কুটো  ওঠে
তাই  দিয়ে  বানায় সে  বাসা
ওখানে  বেঁচে  থাকবে
এটাই   তার   আশা  ৷


ব্যারাকপুর ,   কোলকাতা,  পঃবঃ , ভারত
            ১৬ই  সেপ্টেম্বর, ২০১৭