লিখি একটু ছন্দে
ছদ্মনামে ঃ কবি শতদল
লিখি একটু ছন্দে
একটু আনন্দে
মাঝে মাঝে
পড়ে যাই
একটু ধন্দে ৷
কোথা পাই
কোথা পাই
এমন ছন্দ
দেখি সব দিকেই
যে রাস্তা বন্ধ ৷
তখনই তো
বেধে যায়
মনের সাথে
বিরাট দ্বন্দ্ব ৷
ভাবি এর পরেই তো
দেবে আমায় গালি
বলবে আমার
কবিতা মন্দ ৷
ব্যারাকপুর, কোলকাতা, পঃবঃ , ভারত
১০ই জুলাই , ২০১৮