ছদ্মনামে  ঃ কবি  শতদল

অন্ধকার  চিরে
যখন  আলোর  দ্যূতি
দেখা  দেয়
তখন  অন্ধকারকে  দেখে
কেউ  ফিরে  ?
সেই  অরুন  আলোর বিকিরণে
জাগে  ফুল  ফল  
পশু  পাখি  জনে  জনে
সেই  সুমধুর  প্রভাতে
কেই  বা  ফিরে  যেতে  চায়  
বিদায়ী  রাতে  ?
মানুষ  আলোর  দিশারী
আঁধার  ভুলে  নতুন  প্রভাতকে
ডাকে  ৷
অতীত  ফেলে  আগামীতেই
মন  রাখে
কাল  যা  ছিল
আজ  তা  অতীত
আগামী কালের  দিকেই
তার  তীব্র  নজর
তাই  সে  রাখবে  না
ফেলে  আসা দিনের  খবর  ৷


ব্যারাকপুর , কোলকাতা, পঃবঃ ,ভারত
         ২২শে  অক্টোবর, ২০১৭