ছদ্ননামে ঃ কবি শতদল
তোরা কাদিস্ নে
কারও সাধ্য নেই গো
কারও সাধ্য নেই
ওকে আটকানোর ৷
যেতে দে
তোর মাকে
চলে গেছে
আমার মা বাবা
যাক না
অমুকের ভাই বোন ৷
তুই কাঁদছিস্
কাঁদ না
মায়া তাই না ?
তোর চোখেও যে জল
প্রিয়তমার বিদায়
চোখ ছল ছল
পারবি না পারবি না
পারবি নারে তুই
জীবনকে আটকাতে
ওরে ওরে জীবন যে
" পদ্ম পাতায় জল "
ব্যারাকপুর, কোলকাতা, পঃবঃ, ভারত
১৯শে জানুয়ারী, ২০১৮