ছদ্মনামে  ঃ  কবি  শতদল  

জীবনটা  যদি  হয়
একটা  যুদ্ধক্ষেত্র
মৃত্যু  তবে  
মহাশ্মশান    
জীবন  যুদ্ধের  
রসদ  গোলা  বন্দুক  
আর  যদি  থাকে  কামান  
মৃত্যুতে  হয়
সব   কিছুরই  অবসান  ৷  
যদি  মনে  কর  
তুমি  জীবন  যুদ্ধে  বিজয়ী  
তথাপি  জীবন  যে  ক্ষয়ী  
থাকবে  না  গো  পরে  
তোমার  জীবন  যুদ্ধের  
নিশান  ৷  


ব্যারাকপুর,  কোলকাতা,  পঃ বঃ ,  ভারত  
             ৩০শে  জুলাই  ,  ২০১৭