ছদ্মনামে ঃ কবি শতদল
লেখার সাথে সেদিন দেখা
হলো কত কথা
বদলেছে ওর মুখের ভাষা ৷
কথায় কথায় ইংরেজি বলে
কখনও " থ্যাঙ্কস্ " কখনও "সরি"
অনর্গল বলে চলে লেখা
" ভেরি নাইস , ওহ্ ফাইন ফাইন " ৷
জানিনা কি আছে
এতে বাহাদুরি ?
" দুঃখিত " বল্ লেই চলে
" রনিদা, বুঝলেন না , কমুনিকেশন গ্যাপ,
ডোন্ট মাইন্ড, ডোন্ট মাইন্ড "
দু চার কথা বলার পর
বাজলো ওর মোবাইল
বাজলো সুন্দর রিংটোনে
বলছে এবার লেথা কথা ওর ফোনে
"হালো, তুই, ওহ্ মাই গড
কেমন আছিস্ ?
তোকে অনেক দিন থেকে
করছি মিস্ , এই শোন না,
পাঁচ মিনিট পর আমি করছি রিং ব্যাক,
ডোন্ট মাইন্ড "
" কি বলছিলাম রনিদা তোমাকে ?
প্লিজ রিমাইন্ড ৷