ছদ্মনামে ঃ কবি শতদল
লজ্জাবতী লজ্জাবতী
যখনি তোকে ছুঁই
লজ্জায় মরিস্ তুই ৷
তোর লাল লাল
ওই ফুলে
একটুখানি ছুঁলে
তোর পাতা যায় গুঁটিয়ে
তুই থাকিস্
এক ধারে সিঁটিয়ে ৷
তুই কি নতুন বউ ?
তোর এত লজ্জা
কোথায় রাখিস্ ?
ঘোমটা নে না
তা দিয়ে তুই
তোর মুখটা ঢাকিস্ ৷
ব্যারাকপুর, কোলকাতা, পঃ বঃ, ভারত
২৮শে জুন, ২০১৭