কুঁড়ি এক ফোঁটা
ছদ্মনামে ঃ কবি শতদল
ফুল তুই,
কুঁড়ি ছিলি
এক ফোঁটা ৷
তুই বড় হলি
তোর সাথে
যোগ হলো
এক বোঁটা ৷
তার পর
ছাড়লি পাপড়ি
একশো টা
তোর দানায়
জন্ম নিল
আর ফুল
একশো টা
তার পর
ফুলে ফুলে
ভরে গেল
কাননের কানায় কানায় ৷
ব্যারাকপুর, কোলকাতা , পঃ ব ঃ ভারত
৭ই জুলাই , ২০১৮