ছদ্মনামে ঃ কবি শতদল
কুবো পাখি
কুবো পাখি
ডাকিস্ তোরা
কুব্ কুব্
আমার শুনতে
ভালো লাগে রে
তোদের ডাক
মজা লাগে রে
খুব খুব ৷
আর পাখিরা
ডাক দিলে পরে
বলি ওদের
তোরা একটু
চুপ চুপ ৷
ব্যারাকপুর , কোলকাতা, পঃবঃ , ভারত
২৫শে জুলাই, ২০১৭