কৃষ্ণচূড়ার বনে
খেলবো রাই
তোমার সনে
ছোঁয়াছুঁয়ি খেলা ৷
ফুটবে পলাশ বকুল
জুটবে দোলনচাঁপা মেলা
খেলবো রাই
তোমার সনে
কৃষ্ণচূড়ার বনে
ছোঁয়াছঁয়ি খেলা ৷
শিমূল জুঁইয়ে
মিলবে দুইয়ে
অপরাহ্ণের বেলা
খেলবো রাই
তোমার সনে
কৃষ্ণচূড়ার বনে
ছোঁয়াছুঁয়ি খেলা ৷
জোনাই জ্বালবে আলো
সাঁঝের বেলা
লাগবে ভালো
খেলতে মজা
কৃষ্ণচূড়ার বনে
খেলবো রাই
তোমার সনে
ছোঁয়াছুঁয়ি খেলা ৷
ব্যারাকপুর, পঃবঃ ভারত
১৫ইমে, ২০১৭