আমার  কবিতার
রসদ  ফুরিয়ে ফুরিয়  যাচ্ছে
কোথায়  পাবো  খুঁজে  ?
আমি  কবি
তাই  চুপটি  করে  ভাবি
একা  একা  চোখটি  বুঁজে  ৷
কবিতায়  স্থান  পেয়েছে
ফুল  ফল  নদী  নালা
খড়  কুটো  বাঁশের  চালা
এবার   তাহলে.......,,
কাদের  আসার  পালা  ?
সবাই  বলছে,
" আছে  গো  আছে  লেখার  রসদ
কত  কিছু
একটু   ভাবো
রসদ  চলে  আসবে
পিছু  পিছু  "
আবার  বলছে  কেউ  কেউ
"তুমি  সাহস  করে  লেখো  না
একদম  ভীতু
হাতের  সামনেই  তো
পেয়ে  যাবে  ছ  ছটা রিতু  ৷
আছে  গ্রীস্ম  বর্ষা
এরাই  তো  যোগাবে  তোমায়
লেখার  ভরসা
আছে  বৈশাখ  জৈষ্ঠ
এদের  নিয়ে  ভাবতে  কি
তোমার  হয়  বড়  কষ্ট   ?  "  


ব্যারাকপুর,  পঃবঃ  ভারত
   ২১শে   মে  ,  ২০১৭