কবিতা মানেই তো
ফাগুন—বসন্তের রূপকথা
নীল পরী আর লাল পরীদের
গল্প ৷
কবিতা মানেই তো
খানিক চুপ কথা
প্রেমিক প্রেমিকাদের
ইশারা অল্প স্বল্প ৷
কবিতা মানেই তো
মধুর ভাষায় মৌকথা
ভ্রমর মৌমাছি আর
ফুলেদের সাথে সম্পর্ক ৷
কবিতা মানেই তো
নতুন বউয়ের বৌকথা
দুষ্টু পাখির ডাকে
নব বধুদের সতর্ক ৷
ব্যারাকপুর, পঃ বঃ , ভারত
১৮ই মে, ২০১৭