ছদ্মনামে ঃ কবি শতদল
ঢেংকে নাকুন নাকুন নাকুন
কেমন নাচছে খোকা
দেখুন দেখুন ৷
খালি পায়ে উদ্ লা গায়ে
লোকেরা নাচ দেখছে
ডাঁয়ে বাঁয়ে ৷
যেই থেমেছে ঢাকের তাল
তাকিয়ে অবাক চোখে
খোকা তাকায় ফ্যাল্ ফ্যাল্ ৷
দুর্গা পুজায় সেদিন
নতুন নতুন জামা সবার গায়ে
আর নতুন নতুন জুতা পায়ে ৷
নাচ দেখেছে
যে যেমন জ্যায়সা
খোকার হাতে দিল না
কেউ ভাই বন্ধু
দুটো কি একটা পয়সা ৷
ঢাকের তালে নাচের খেয়ালে
অমন ছোট্ট ছেলে
পুজোর সময়ে দুটো পয়সা পেলে
কিনতো বেলুন খেত একটা দুটো ফুচ্ কা
আর ফাটাতো বন্দুকেতে পট্ কা ৷
নাচ ছেড়ে দে ওরে খোকা
তুই যে দেখছি
ভীষণ বোকা
কেউ দেবে না তোকে পয়সা
কেমন করে করবি তুই
এবার পুজোয় আনন্দ ?
ভাগ্য দেখি এবার তোর
ভীষণ যে ভাই মন্দ ৷
ব্যারাকপুর, কোলকাতা, পঃ বঃ , ভারত
৯ই জুন , ২০১৭