খেলার সাথী
ছদ্মনামে ঃ কবি শতদল
সেই ছোট্ট বেলায়
আমার খেলার
সাথী ছিলিস্
তুই ৷
মা ডাকতো তোকে
আমার খোকার সাথে
আয় খেলবি আয়
ওরে জুঁই ৷
আমার আবছা আবছা
মনে আছে
তোর মনে নেই
কোনো কিছুই ৷
লুকোচুরি খেলার সময়
যখন তোকে
জাবটে ধরে ছুতাম
তোকে জুঁই
লজ্জায় তখন
হাতটি আমার
সরিয়ে দিতিস্
তুই ৷
এখনো যেন
হয়ে আছিস্ তুই
ঠিক আগের মতো
ছোট্ট খুকুই ৷
ব্যারাকপুর, কোলকাতা, পঃবঃ, ভারত
২৯ শে জুন, ২০১৮