ছদ্মনামেঃ কবি শতদল ঃ
কাঠ ঠোঁকরা
ঠোঁকর ঠোঁকর
কেন করিস্ তুই
গাছে গাছে
এমন ফোঁকর ?
তুই যেমন
বাঁচতে চাস
আমরা যেমন
বাঁচতে চাই
গাছেরাও তো
বাঁচতে চায় ৷
বানাবি তোর বাসা
তবে বানারে তুই বাঁছা
ছোট্ট একটি ফুঁটোয়
তুই দেখি
বানাস্ বিরাট একটি বাসা
তোর অমন মজবুত
ঠোঁটের গুঁতোয় ৷
তুই আর অমন
করিস্ নারে ভাই
আমারা যে
সবুজ গাছ গুলোকে
ভালোবাসি
ওদের আমরা বাঁচাতে চাই ৷
ব্যারাকপুর, কোলকাতা, পঃবঃ , ভারত
২২শে জানুয়ারী, ২০১৮