ছদ্মনামে  ঃ  কবি  শতদল

কচুরিপানা
কচুরিপানা
খাল , বিল, নদী নালায়
তোরা  যে  ভাই
যখন  তখন  ঘুরে  বেড়াস্
তোদের  কেউ  করে  না
মানা  ?
জলের  পদ্ম  শালুকের  দলে
তোরা যাস্  না
কেন  চলে  ?
দেখ্  না  শুধু  চেয়ে
জলের  পদ্ম  কেমন
পাপড়ি  মেলে  বসেছে
বেশ  গুছিয়ে  
চলে  যায়  নি   কোথাও   শালুক
ফেলে  থুয়ে  নিজের  তালুক   ৷  


ব্যারাকপুর,  কোলকাতা,  পঃবঃ,  ভারত  
             ২৬শে  জুন  ,  ২০১৭