ছদ্মনামে ঃ কবি শতদল
কচুর লতি
কচুর লতি
তুই করলি রে ভাই
গরীব মানুষের গতি ৷
এখন তো দেখি
কেউ বাদ যায় না
খায় যে তোকে
বাঙ্গাল থেকে ঘটি ৷
তুই এখন
বাঙ্গালীর বড়ই আপন
তোকে ভাবে মানুষ
খাওয়ার স্বপন
তুই বাড়িয়ে দিলি
বাঙ্গালীর বাঁচার গতি ৷
এখন দেখি তোকে
হাটে বাজারে
বেঁচছে তোকে লোকে
হাজারে হাজারে ৷
এতদিন তো পরেছিলি
মাটির তলায় ভীষণ অবহেলায়
ক্ষেত খামারের আনাচে কানাচে
এখন তোকে খেয়েই
গরীব মানুষ বাঁচে ৷
ব্যারাকপুর , কোলকাতা, পঃবঃ , ভারত
৪ঠা আগষ্ট , ২০১৭