ছদ্মনামে  ঃ  কবি  শতদল  

এবার  কি  হবে  ?
আমার  তো  ভাই
মজুত  নেই
আর  কবিতা  ৷
চিন্তায়  চিন্তায়  মরি  আর  কি  !
কি  লিখবো  কি  লিখবো
শুধুই  ভাবি  তা  ৷
কাজ  নেই  তো
কি  করবো  ?
তবে  দেখে নিই
আসরের  ছবিটা
কোন  কবি  কি  লিখেছেন
কেমন  লিখেছেন
আজকের  কবিতা  ৷
চলে  যাই
আলোচনা  সভায়
কতজন কত কি  লিখেছেন
সেগুলোও  তো
আমাকে  বেশ  ভাবায়  ৷
শেষ  করি  আমার  গন্তব্য
লিখে  দিই
কবিতার  আসরে
দু  চারটি  মন্তব্য  ৷


ব্যারাকপুর,কোলকাতা, পঃ বঃ, ভারত
        ১৭ই  জুন,  ২০১৭