ছদ্মনামে ঃ কবি শতদল
জগা থাকে জগাছা
সাফাই করে আগাছা
মা বলেন
খেয়ে যা ও বাছা
জগার নাকে ছিল
নস্য ঠাঁসা
শুরু হলো জগার
হ্যাঁচ্চো হ্যাঁচ্চো হাঁচা
মা বলেন
ওরে তোরা কে কোথায় আছিস ?
জগাকে বাঁচা ৷
ব্যারাকপুর, কোলকাতা, পঃবঃ , ভারত
৪ঠা মে, ২০১৮