ছদ্মনামে ঃ কবি শতদল
ছন্দের যাদুকর
সত্যেন দত্ত
লিখতেন মজাদার কবিতা
জ্ঞান ছিল তাঁর ইশ্বর প্রদত্ত ৷
তাঁর ছন্দের গন্ধে গন্ধে
আসতো কাননের মধুকর
মনের আনন্দে ৷
ছিপ্ খান তিনদাঁড়
পাল্কির গান বেশ মজাদার
আপামর মানুষের সুখকর ৷
তাঁর ছয় বেয়ারার পাল্কি
বাঙালীর গগনতলে
দেখিয়েছে ভীষনতর ভেল্কি ৷
ব্যারাকপুর, কোলকাতা, পঃবঃ, ভারত
১৯শে জুন, ২০১৭