ছদ্ম নামে ঃ কবি শতদল
যদি শান্তির নীড়ে
যাই ফিরে
দেখবো তারে
শুয়ে আছেন
একখানা ভাঙ্গা খাটের
শেষ কিনারে ৷
আমার আসার আওয়াজ শুনে
শুধোবেন তিনি বারে বারে
" খোকা এলি নাকি রে ?
খোকা এলি নাকি রে ?
যদি বলি তারে
হ্যাঁ মা , আমি এসেছি এবারে
ধিরে ধিরে আসবেন তিনি
শক্ত লাঠি হাতে ধরে
দুয়ার খোলার তরে ৷
এই অশীতিপর
বৃদ্ধা মা যে
আমার জগৎ জননী
থাকেন সর্বদা
আমার হৃয় মাঝে ৷
ব্যারাকপুর, কোলকাতা, পঃবঃ , ভারত
২৪শে আগষ্ট , ২০১৭