ছদ্মনামে ঃ কবি শতদল
আমি রাত জেগে রই
পূর্নিমা রাতে
তুমি আসবে বলেছিলে
তুমি এলে নাতো কই ?
জোছনা মাখা
চাঁদের কি দৃশ্য
পুলকিত যামিনী
বইছে মৃদু হাওয়া
তবুও আমি তোমার অপেক্ষায় রই ৷
তুমি তো আসবে বলেছিলে
কই ?
এখনও তো এলে না কই ?
ব্যারাকপুর, কোলকাতা, পঃবঃ , ভারত
৩১শে জানুয়ারী, ২০১৮