ছদ্মনামে ঃ কবি শতদল ঃ
আমার বন্ধু
অনীকের ম্যারেজ সেরিমনিতে
আমিও একজন নিমন্ত্রিত অতিথি
সন্ধ্যাবেলায় ধিরে ধিরে
অতিথিবৃন্দের আগমন
অনেকের ভিতর আগত এক তন্বী
না দেখলে বিশ্বাস করা যাবে না
তিনি কি অপরূপা সুন্দরী ৷
আমার বন্ধু তার সাথে পরিচয়
করিয়ে দেয়
সে অনীকের কোন এক
তুতো শালি
নাম তার তিথি ৷
তার কাছ থেকে চোখ ফেরানো দায়
রূপের কি মহিমা তার
ঊদ্ধত নাসিকা
ঠোঁটের কোনে মিষ্টি হাসি
গালে টোল খাচ্ছে
তার চিবুকে তিল যেন
জ্বল জ্বল করছে
আমি দেখেছি তার
কালো হরিণ চোখ
মিষ্টি স্বভাবের
মৃদু কথা বলে তিথি ৷
ওকে প্রথম দেখায়
আমি ওর প্রেমে পরে গিয়েছি
অনীককে বলা হয়নি এখনও
বলবো আমার মনের কথা
আবার ভাবি
যদি আমার প্রস্তাব
সে ফিরিয়ে দেয় ৷
ব্যারাকপুর, কোলকাতা, পঃবঃ, ভারত
১৩ই জানুয়ারী, ২০১৮