ছদ্মনামে ঃ কবি শতদল
যদি একবার
বলো আমায় রাশি
"ভালোবাসি"
তাহলে ধন্য আমি
ফুটবে আমারও মনে
আনন্দ হাসি ৷
তোমার মতো এমন
মেয়েকে আমি চাই
আমি তোমাকে ভীষন
ভালোবাসি৷
শুধু একবার তুমি
মুখ ফুটে বলো আমায়
"তন্ময় আমি তোমাকে ভালোবাসি " ৷
ব্যারাকপুর, কোলকাতা, পঃবঃ, ভারত
১৫ই নভেম্বর, ২০১৭