ছদ্মনামে  ঃ  কবি  শতদল

ইচ্ছা  করে
কিছু  লিখি
ইচ্ছা  করে
কিছু  শিখি  ৷
ইচ্ছা  করে
কিছু  আঁকি
ইচ্ছা  করে
তোমার  দিকে
তাকিয়ে  থাকি  ৷
ইচ্ছা  করে
তোমায়  নিয়ে
পালিয়ে  যাই
ইচ্ছা  করে
কোথাও  দুজনে
হারিয়ে  যাই  ৷



ব্যারাকপুর,  কোলকাতা,  পঃবঃ,  ভারত
        ২৩শে  সেপ্টেম্বর ,  ২০১৭