ছদ্মনামে ঃ কবি শতদল
রিক্সা টানতে টানতে
লইরে বিড়ি
রাস্তা চলতে চলতে
শেষ হয় নাগো
জীবনের সিঁড়ি ৷
বাবু বিবিদের সাথে
কথা কইতে কইতে
দিনের শেষ করি
বিড়ি নিইভ্যা গেলে
আবার জ্বালাই বিড়ি ৷
খিধা পাইলে পরে
খাইরে দুইটা মুড়ি
রিক্সা ভাইঙ্গা গেলে
ছুটবো রে
আমার বাহাদুরি ৷