ছদ্মনামে ঃ কবি শতদল
মানুষের মুখ
কথা বলায়
যদি থাকে
সময়ে সময়ে চুপ
আসতে পারে বিশ্ব শান্তি
আসতে আসতে পারে
জীবনে সমাজে সংসারে
সর্ব স্তরের সুখ ৷
না বলছি না এ কথা
মুখ থাকা সত্তেও
হও বধির ও মুক
কথা বলো বুঝে সুঝে
আসলে মানুষের মুখই হল
সব কিছুর মূলে
যাবতীয় ঝগড়া অশান্তি
সাম্যবাদ মৌলবাদ
মানুষেরই কথার ভাজে ভাজে
তৈরি হয় ৷
মানুষের মুখে লাগাম দাও যদি
তোমার সহ্য ক্ষমতা থাকে যদি
তাহলে চুপ থাকাই শ্রেয়
তাহলে আসবে সুখ
বাড়াবে না ও মুখের ভাষায়
মনের ভাষায় ভয়ানক ভীষণ দুখ্ ৷
ব্যারাকপুর, কোলকাতা, পঃবঃ , ভারত
১০ই জানুয়ারী, ২০১৮