ছদ্মনামে  ঃ  কবি  শতদল

মানব  দেহের  রক্তবিন্দু
লোহিত  ধারায়  মিলিত  সপ্তসিন্ধু  
তুমি  তো  মানুষ
ঠিক  আমারই  মতো
তোমার  তো  দুটো  চোখ
আমার  মতো দুটো  হাত
তুমিও  তাহলে  মানবজাত ৷
তোমাকে  বলে  মুস্ লীম
আমাকে  বলে  হিন্দু
তোমার  দেহে  বইছে
ঠিক  আমারই  মতো
লাল রক্তবিন্দু  ৷
ওর  নাম  জন
সেও  ঠিক  আমাদেরই  মতোন
ওকে  সবাই  বলে  খ্রীষ্টান
ওর  লাল  রক্ত
থাকা  সত্বেও  
কেন  আমাদের  সাথে  
ওর  ব্যবধান  ?
এই  মহামানবের  মহাসাগরে
কেউ  আলাদা  নয়
সকলেরই  মিলিত
লোহিত  রক্তবিন্দু
নিয়েই  আমাদের
আমাদের  এই  ভবসিন্ধু  ৷


ব্যারাকপুর ,  কোলকাতা,  পঃবঃ  ,  ভারত
                ১৬ই  আগষ্ট,  ২০১৭