বাঙালীর  হৃদয়ে
ছদ্মনামে  ঃ  কবি  শতদল

বাঙালীর  হৃদয়ে
মিশে  আছে
রবীন্দ্র  নজরুল  সুকান্ত
তা  সে  হোক   সিমানার
এ  প্রান্ত
অথবা  ও  প্রান্ত  ৷
গান  কবিতা  আর  গল্প
নাই  এঁদের  অল্প  অল্প
বাঙালীর  হৃদয়  জুড়ে
আসেন  তাঁরা  ঘুরে  ফিরে  ৷


ব্যারাকপুর,  কোলকাতা,  পঃবঃ, ভারত
      ৩রা  জুন, ২০১৮