ছদ্মনামে  ঃ  কবি  শতদল

ওরে  খোকা   ওরে  সোনা
     আর   কত  দিন
বাঁচবো  রে  বাপ
করলাম  যে   সিক্সটি   আপ
হাড়  খাটুনি  খেঁটে  খেঁটে
কিছু  জোটাই  তোদের  পেটে
         আর  সয়না  রে
              এত   চাপ   ৷
বলছি  তোদের  বাড়ে  বাড়ে
আমার  এ  শরীর  যে
মাঝে  মাঝে  খারাপ   করে
তোরা   বসে  থাকিস্   না
  আর   যে  সোনা  চুপ  চাপ
আমি  মরলে  পরে
     বুঝবি  তখন  হাড়ে  হাড়ে  



ব্যারাকপুর, কোলকাতা,  পঃ বঃ  ,  ভারত
     ১৪ই   জুন,   ২০১৭