ছদ্মনামে ঃ কবি শতদল
ও কেন
এত সুন্দরী হলো ?
এক দৃষ্টিতে ওর দিকে
চেয়ে থাকতে ইচ্ছা করে
তথাপি পরক্ষণেই এ মনে
অপরাধবোধ জাগে ৷
সে দিন সাহস করেই
ওকে জিজ্ঞাসা করলাম
" ওগো সুন্দরী মেয়ে,
তোমার নাম কি ? "
জবাব আসলো মিষ্টি হাসি হেসে,
" কুসুম গো দাদা "
মনে মনে ভাবলাম
সত্যিই তুমি কুসুম তাই
তোমার দিকে এক দৃষ্টিতে
চেয়ে থাকতে ইচ্ছা করে৷
ফুলরূপী কুসুমের দিকে
চাইলে তো অপরাধবোধ জাগে না ৷
এ যে নারী
ছোট বোনের মতো
তাই আর চেয়ে থাকতে
মন জাগে না ৷
আরও বেশী অপরাধবোধ জাগে ৷
ব্যারাকপুর, কোলকাতা, পঃ বঃ , ভারত
৯ই জানুয়ারী, ২০১৮