ছদ্মনামে  ঃ  কবি  শতদল

ও  গাছের  পাতা
তোরা  তো  সবুজ
তবে  বয়েস  বাড়লে  পরে
তোরা  হোস  কেন  অবুঝ  ?
থাকিস্  না  কেন
তোরা  গাছে  গাছে
শুধু  ছট্ ফট্ করে  মরিস্
নেমে  যেতে  গাছের  নীচে  ৷
এমন  ফুল  ফল
পাখিদের  মাঝে
তোদের  চলে  যেতে  হয়
কি  লাজে  ?
তাই  তো  রে
সবুজ  পাতা
তোরাই  আনিস্
গাছের  সজীবতা
নীচে  পরে  গেলে
ভুলে  যায়  সকলে
মনে  রাখে  নাা  কেউ
তোদের  কথা  ৷


ব্যারাকপুর,  কোলকাতা ,  পঃবঃ  ,  ভারত
          ২৭শে আগষ্ট  , ২০১৭