ছদ্মনামে ঃ কবি শতদল
ওরে ঐ
গঙ্গা ফড়িং
তোরা এগাছে ওগাছে
কেন নাচিস্
তিড়িং তিড়িং ?
একটু তোরা
চুপ করে বস্
আর আনিস্ না রে
চাষির সোনার ক্ষেতে
সর্বনাশা ধ্বস্ ৷
তোরা যখন তখন
ঢুকে পরিস্
ক্ষেত খামারের
ক্ষতি করিস্
তোরাই যেন
এই ক্ষেতেরই বস্
নয় তো তোরা
মস্তো বড় কিং
শোন রে শোন
ওরে গঙ্গা ফড়িং
একটু তোরা
দয়া করে বোঝ
আর করিস্ না
চাষির ক্ষেতের
টাট্ কা সব্জীর ভোজ ৷
তোরা শুধুই
খেয়ে মরিস্
আর করিস্
চাষির সোনার ফসল ধ্বংস
দিনে রাতে বাড়াস্ তোরা
লক্ষ ছানার বংশ ৷
তোরা ফোটাস্
সবুজ পাতায়
থোকায় থোকায় ডিম
তোদের দিয়ে কিস্যু
হয় না রে
তোরা শুধুই আছিস্
গুড ফর নাথিং ৷
ব্যারাকপুর , কোলকাতা, পঃবঃ , ভারত
৩রা জুলাই , ২০১৭