গা গারে পাখি
ছদ্মনামে ঃ কবি শতদল
গা গারে পাখি
গুন গুনিয়ে
যা যারে পাখি
গান শুনিয়ে ৷
ও আমার
মন মুনিয়ে
তোকে দেব
সুর বানিয়ে ৷
আমি বাজাবো
হার মোনিয়ে
গা গারে পাখি
গুন গুনিয়ে
যা যারে পাখি
গান শুনিয়ে ৷
ব্যারাকপুর , কোলকাতা, পঃ বঃ , ভারত
১৩ ই জুন, ২০১৮