ছদ্মনামে ঃ কবি শতদল
কুঁড়ি থেকে
হলাম ফুল
এটা কি আমাদের
জীবনের মস্ত বড় ভুল ?
সবাই আমাদের করে পছন্দ
সবাই আমাদের নেয় গন্ধ
সকলেই আমাদের নিয়ে
হয় বেশ আনন্দ
তার পরেই ছুঁড়ে ফেলে দেয় ৷
আমাদের এক ফাগুনের
আয়ু হলেও
আমরা থাকি না স্বস্তিতে
ভ্রমর মৌমাছি পক্ষিকুল
আমাদের মধু খায় মস্তিতে
আমরা সব সময় থাকি অসস্তিতে ৷