ছদ্মনামে ঃ কবি শতদল
ফুল
পৃথিবীর এক আশ্চর্য বস্তু
হতে পারে সে ফুল পুরুষ
কিংবা নারী
কিন্তু নয় ওরা আনারী ৷
ফুল
আদরিত হয় সবারই
সে ফুলে গন্ধ থাকুক
নাই বা থাকুক
ফুল ভালোবাসা পায়
নারী পুরুষ সবারই ৷
জগতে মানুষও ফুলের মতো
তবে কেন লাঞ্ছিত হয় নারী ?
বঞ্চিত হয় নারী ?
তা সে হোক কুমারী
কিংবা সে কারো স্ত্রী
ধর্ষিত হয় সেই নারী ৷
সমান ভালোবাসা পায় না যে
ফুল সমাজের মতো
মানব সমাজের আমাদের
মা বোন নারী ৷
ব্যারাকপুর, কোবকাতা, পঃবঃ, ভারত
৫ই জানুয়ারী, ২০১৮