আগুন  নদী
ছদ্মনামে  ঃ  কবি  শতদল

আগুন  নদী
ভাবুন  যদি
সত্যি  হতো !
মরতো কতো
জলে  স্থলে
দলে  দলে
দিবা  রাত্রে
শবগুলো সব
খুঁজতে  হতো
হাতরে  হাতরে  ৷


ব্যরাকপুর,  কোলকাতা,  পঃবঃ , ভারত
    ১১ই   জুন,   ২০১৮