ছদ্মনামেঃ কবি শতদল
ফাগুন দেখি
আগুন ধরায়
পলাশের রূপে
তাইনা দেখে
কৃষ্ণচূড়া গেল
বেজায় খেপে ৷
শিমূল বলে
দাওনা ফাগুন
তোমার আগুন
সব ফুলেতে
মেপে মেপে ৷
ফাগুন এবার
রেগে গিয়ে হল
বেজায় আগুন
বসলো গিয়ে
কৃষ্ণলচূড়ার মাথায় চেপে ৷
ব্যারাকপুর, কোলকাতা, পঃবঃ, ভারত
১৯শে মে, ২০১৮