ছদ্মনামে ঃ কবি শতদল
ফাগুন ফাগুন
জ্বালাও আগুন
সব কাননের
কোনে কোনে ৷
ফাগুন ফাগুন
জ্বালাও আগুন
আনন্দেতে ভরে উঠুক
সব ফুলেরই
মনে মনে ৷
ফাগুন ফাগুন
জ্বালাও আগুন
সব পাখিরা
মেতে উঠুক
বসন্তের ঐ
গানে গানে ৷
ব্যারাকপুর, কোলকাতা, পঃবঃ, ভারত
২১শে মে , ২০১৮