ছদ্মনামে ঃ  কবি  শতদল

চোখে  চোখে
চাইতে  ভালো  লাগে
যদি  হয়  সে  নারী
আরও  যদি  সাহস
দেয়  সে
আমি তার  কাছে
এগোতে  পারি
তখন  তাকে  ভালোবেসে
বানাতে   পারি
প্রেমিকা  আমারই  ৷


ব্যারাকপুর, কোলকাতা, পঃবঃ, ভারত
   ৬ই নভেম্বর, ২০১৭