একটু না হয় থাকতে আরও
ছদ্মনামে ঃ কবি শতদল
একটু না হয়
থাকতে কিছুক্ষণ
যেও পরে আরও
হাতটা নয় পরে ছেড়ো ৷
তুমি চলে গেলে
লাগবে খারাপ
আমার এ মন
তোমায় ভালোবাসার বাহুডোরে
বেঁধেছি যখন
চলে যেও না
থাকো না হয়
আরও কিছুক্ষণ ৷
ব্যারাকপুর, কোলকাতা, পঃবঃ, ভারত
৩০শে জুন , ২০১৮