ছদ্মনামে ঃ  কবি  শতদল

এক  চিলতে  ঠাঁই
দিল  আমায়
কবিতাই
আমি  তাই
লিখি  কবিতাই  ৷
মনের  খোরাক  মেটাই
বলতে  পারো  তোমরা
এটা  আমার  নেশাই  ৷


ব্যারাকপুর, কোলকাতা,  পঃবঃ  ,  ভারত
        ১২ নভেম্বর ,  ২০১৭