ছদ্মনামে  ঃ  কবি  শতদল

এক  বৃষ্টি  ভেজা  রাতে
ছিলাম  তখন
তোমাতে  আমাতে  ৷
আকাশ  থেকেও  পড়ছিল
বৃষ্টি  টুব্ টুব্
বেশ  ঠান্ডাও  লাগছিল  
আমার  খুব  খুব  ৷
চাইছিল  আমার  মন
একটু  উষ্ণতার  স্পর্শ  তখন
হঠাৎ  বিকট  আওয়াজে
হলো  তখন  বজ্রপাত  ৷
তুমি  ভয়ে  আমার  কাছে  
ছুটে  এলে
রাখলে  না  তুমি
তখন  তোমাতে  আমাতে
একটুও  তফাৎ  ৷
আমাকে  সজোরে  আলিঙ্গন
ঘুঁচে  গেল  শীতল  তনু  মন
এক  পরম  উষ্ণতার  অনুভূতি
পেলাম  তখন   ৷


ব্যারাকপুর,  কোলকাতা ,  পঃ বঃ ,  ভারত  
           ২৩শে  জুলাই  , ২০১৭