মাননীয়,
এডমিন মহাশয়,
আমি শ্রী কমল দাশ গুপ্ত ৷ আমি ১৯৬৫ সালের ১৯শে জুন ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্গত নদীয়া জেলার চাকদহে জন্মগ্রহণ করি ৷ পিতার নাম অমল ভূষণ দাশ গুপ্ত, মাতা শ্রীমতী মিনতি দেবী ৷ তারা কেঊই
জীবিত নেই ৷ আমার বর্তমান নিবাস ভারতের
পশ্চিমবঙ্গ রাজ্যের কোলকাতায় অবস্থিত ব্যারাকপুরে ৷ পিতার চাকুরীর সুবাদে আমার শৈশব প্রতিবেশী আসাম রাজ্যে ৷ আবার পিতার চাকরী থেকে বদলীর সুবাদে ১৯৭১ সালের এপ্রিল মাসে পুনরায় পশ্চিমবঙ্গ রাজ্যে ফিরে আসি ৷ আমার ১৯৭১ এর প্রাক্ মূহুর্তগুলো আমার মনকে আজও নাড়া দেয় ৷ সেই ভয়ঙ্কর অমানুষিক অত্যাচা কোন দিনও ভোলার নয় ৷ আমি ভারতের আই সি এ আর এর অধীনস্থ ব্যারাকপুরে পাট ও সহযোগী
তন্তু গবেষণাগারে এক উচ্চ পদস্থ সরকারী প্রশাসনিক পদে কাজ করি ৷ শৈশব থেকেই
আমার কবিতা লেখার নেশা ৷ আমি সহযাত্রী, বুলবুল, আজকের অনুভব পত্রিকায় নিয়মিত কবিতা লিখি ৷ আপনার সহৃদয়তায় আমি বাংলা কবিতার আসরে স্থান পেয়েছি ৷ আমি এ যাবৎ বাংলা কবিতার আসরে শততম কবিতা
প্রকাশ করে ফেলেছি ৷ সেই সুবাদে আসরের
প্রখ্যাত কবিতা বিশ্লেষক সমালোক কবি যাদব চৌধুরী মহাশয় আমাকে "শতদল" ছদ্মনামে ভূষিত করেছেন ৷ আমি তাঁকে শ্রদ্ধা নিবেদন পূর্বক এই ছদ্মনামটি এবার থেকে আমার প্রতি কবিতায় ব্যবহার করবার অনুমতি চাইছি আপনার কাছে ৷
আপনাকে অসীম শ্রদ্ধা নিবেদন করছি ৷ আপনার কুশল কামনার্থে বিদায় নিচ্ছি ৷ নমস্কার ৷