ছদ্মনামে  ঃ  কবি  ঃ  শতদল

চৈচৈ    চৈচৈ
তোদের  ডাকি  হাঁস
কৈকৈ  তোরা
আসিস্  কৈ  ?
তোরা  খালি  চেঁচাস্
ডাকিস্ প্যাঁক  প্যাঁক
একটু  তো
আমায়  দ্যাখ্   ৷
এনেছি  তোদের  জন্য
খুঁদ   কুঁড়ো  এক  ব্যাগ
একটু  তো
পিছন  ফিরে
তোরা  দ্যাখ্  দ্যাখ্  
শোন রে  শোন
ওরে  হাঁস
আমি  ফিরে  যাই
তোরা  কি
সেটা  চাস  ?


ব্যারাকপুর,  কোলকাতা  , পঃবঃ ,ভারত
           ২৩শে  আগষ্ট  , ২০১৭