ছদ্মনামে  ঃ  কবি  শতদল

ছুটে  যাই
দিগন্ত  রেখার  কাছে
মনে  হয়
আরও  দূরে  এর শেষ  আছে
তাকিয়ে  দেখি
বলাকারা  সব  ফিরে আসে
তারপর  যেতে  ভয়  লাগে
যদি  বিপদ  আসে  পাছে  ৷


ব্যারাকপুর,  কোলকাতা,  পঃবঃ  , ভারত
        ২৪শে  সেপ্টেম্বর, ২০১৭