ধূলায় আমার মিশে আছে
বাপ্ ঠাকুরদার চরণধূলি
ধূলায় আমার মিশে আছে
মা মাতামহীর মরমগুলি ৷
ওই যে ধূলা
উড়ছে দেখো
ধরিত্রীর আকাশে বাতাসে
ওই যে ধূলা
তাতে ভরে আছে
আমার তোমার পূর্বপুরূষের
নিশ্বাসে প্রশ্বাসে ৷
ওই যে ধূলা
উড়ছে দেখো
শীত গ্রীস্ম বর্ষা বারোমাসে
তাঁকে নম হে নম
ওই যে ধূলা
উড়ছে দেখো
তাঁদের কোনো জাত—পাত নাই
হে ধূলা—
আপনি মম দেবতা সম ৷