ছদ্মনামে ঃ কবি শতদল
ঢাক ঢাক
গুর গুর
ঢ্যাংকু নাকুর
ঢ্যাংকু নাকুর ৷
আসছে পুজো
গড়ছে ঠাকুর
আনন্দ যে
খোকা খুকুর ৷
দেখতে যাবে
দুর্গা ঠাকুর
মা দুর্গার সাথে
থাকছে মস্ত অসুর ৷
সঙ্গে থাকছে
আরও ঠাকুর
লক্ষ্মী সরস্বতী
কার্তিক গনেশ
থাকছে বাহণ
হাঁস পেঁচা
নেংটি ইঁদুর ৷
ঠাকুর ভাসান
হওয়ার আগে
মায়েরা সব
খেলবে সিঁদুর ৷
ব্যারাকপুর , কোলকাতা , পঃবঃ , ভারত
৩০শে আগষ্ট , ২০১৭